নিজস্ব সংবাদদাতা ১৩জানুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা:সোনারপুর থানার চাম্পাহাটিতে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। লকার ভেঙে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম সোনার গহনা ও নগদ ষাট হাজার টাকা চুরি হয়ে যায়।
যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানান, সোনার দোকানের মালিক অজয় মণ্ডল। তিনি জানান সকালে একজন ফোন করে জানান দোকেনের শাটার খোলা। আমি দ্রুত দোকানে এসে দোকান ঘরে ঢুকে দেখি লকার ভাঙা। রুপোর গহনা বাদ দিয়ে শুধুমাত্র সোনার গহনা নিয়ে গিয়েছে বলে তিনি জানান। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন….বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করা হলো সিপিআইএম কর্মীকে