দিল্লি – সুপ্রিম কোর্টে সোনালি বিবি ও তাঁর সন্তান সাবিরের (Sonali Bibi Case in Supreme Court) দেশে ফেরানোর মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত বড় নির্দেশ দিয়েছেন। শুধু দ্রুত দেশে ফেরানো নয়, বরং বীরভূমে তাঁর বাবার বাড়িতেও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের শুনানিতে কেন্দ্রের পক্ষের জেনারেল তুষার মেহতা জানান, সরকারি নিয়ম মেনে সোনালির দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। তবে আজই ফিরছেন কি না, সে বিষয়ে কেন্দ্র থেকে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি।
কেন্দ্রীয় সলিসিটর জেনারেল জানান, প্রথমে বাংলাদেশ থেকে সোনালিকে দিল্লিতে আনা হবে। সেখানে তাঁকে ভারতীয় নাগরিক কি না তা যাচাই করা হবে। এসময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী কেন্দ্রের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, “মামলাকারী শেখ ভারতীয় নাগরিক নন—এ কথা একবারও বলেননি। অর্থাৎ, বুধু শেখ ভারতীয়। তাঁর সন্তান সোনালি ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্ব নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি।”
শীর্ষ আদালত দেশে ফেরানোর পর সোনালির স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রাখার নির্দেশও দিয়েছে। তিন চিকিৎসকের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে থাকবে। বীরভূমের চিফ মেডিকেল অফিসারকে সোনালির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করতে হবে এবং খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে। এছাড়া, বাংলাদেশে থাকা বাকি চারজনকে দেশে ফেরানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত জানাতে হবে। পরবর্তী শুনানি আগামী ১২ ডিসেম্বর।
স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, এবার দ্রুত সোনালি বিবি দেশে ফেরানোর জন্য কেন্দ্র তৎপর রয়েছে।




















