সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী!

সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেঙ্গালুরু- বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার প্রখ্যাত কন্নড় অভিনেত্রী।অভিযোগ সোনা পাচারের। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে রানিয়া রাওকে। রানিয়া রাও থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।


দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয়। সোমবার রাতে গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধে আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, রানিয়া কর্নাটকের এক ডিজিপি পদমর্যাদার আইপিএস অফিসারের কন্যা।


ডিআরআই বেশ কিছুদিন ধরেই রানিয়ার উপর নজর রাখছিল। তাঁর ঘনঘন দুবাই যাওয়া-আসা নিয়ে অভিনেত্রীকে পাকড়াও করার জন্য  তক্কেতক্কে ছিলেন আধিকারিকরা। অফিসারদের সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী অধিকাংশ সোনার গয়না যাতে খালি চোখে না দেখা যায়, এমনভাবে শরীরের পোশাকে লুকিয়ে রেখেছিলেন। এবং সোনার বাঁটগুলি তাঁর বাক্সের পোশাকের ভাঁজে ভাঁজে রাখা ছিল। তাঁর এই পাচারের সঙ্গে আর কে জড়িত আছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।



প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমান থেকে নামার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের সময় রানিয়া দাবি করেন যে, তাঁর বাবা ডিজিপি। এবং তিনি স্থানীয় পুলিশকে ফোন করে তাদের সাহায্যে বাড়ি চলে যেতে পারেন। ডিআরআই এখন তদন্ত করছে, রানিয়া যাঁদের নাম করেছেন, তাঁদের কেউ এই পাচারের সঙ্গে জড়িত কিনা। এই পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত তাও নজরে রয়েছে দফতরের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top