সোনা ব্যবসায়ীর থেকে সোনা বিক্রির নামে ৩ কোটি টাকা প্রতারণা। ভিন রাজ্য থেকে গ্রেফতার এক। বাঙ্গুরের বাসিন্দা বিক্রম ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করলো লেক টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে বড়বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী সচিন আগরওয়াল লেক টাউন থানায় অভিযোগ করেন যে তার সঙ্গে ব্যবসার সূত্র ধরে আলাপ হয় বাঙ্গুরের বাসিন্দা বিক্রমের। বিক্রম তাকে জানায় তিনি সোনা অন্য রাজ্যের ব্যবসায়ীদের বিক্রি করিয়ে দিতে পারবেন। সেই প্রতিশ্রুতিতে সায় দিয়ে বিক্রমকে ভিন রাজ্যে ব্যবসা বৃদ্ধির জন্যে সোনা দিতে রাজি হয় অভিযোগকারী। ব্যবসায়ী সচিন আগরওয়াল ভিন রাজ্যে বিক্রি করার জন্যে বিক্রমকে ৩ কোটি টাকার সোনা দেয়। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিক্রির টাকা ব্যবসায়ীর কাছে দেয়না অভিযুক্ত। উপরন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায় অভিযুক্ত বলে লেক টাউন থানায় অভিযোগ জানান ব্যবসায়ী।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে রাজস্থানের বিকানিরে রয়েছেন অভিযুক্ত। সেই সূত্র ধরে অভিযোগের আট মাসের মাথায় রাজস্থানে হানা দেয় লেক টাউন থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত বিক্রম ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি সোনা গুলি কোথায় রেখেছে বা এই ব্যক্তির সঙ্গে অন্য কোন ব্যক্তির যোগ রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে লেক টাউন থানার পুলিশ।