দেশ – চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হিসেবে গুজরাটের সোমনাথ মন্দিরের মহিমা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানের আগে সমাজমাধ্যমে এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি। একই দিনে ‘শৌর্য যাত্রা’ নামের একটি শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি সোমনাথ মন্দিরে পুজো দিয়ে জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর।
এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে মোদি লেখেন, “চিরন্তন দেবত্বের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সোমনাথ মন্দির। এর পবিত্র উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়ে এসেছে।” এই পোস্টের সঙ্গে তিনি শনিবারের বিভিন্ন আনুষ্ঠানিকতার ছবি শেয়ার করেন। পাশাপাশি ওঙ্কার মন্ত্রপাঠের একটি ড্রোন ভিডিওও পোস্ট করেন প্রধানমন্ত্রী।
এর আগেও সামাজিক মাধ্যমে সোমনাথ মন্দিরের ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছিলেন মোদি। তিনি উল্লেখ করেন, আজ থেকে ঠিক এক হাজার বছর আগে, ১০২৬ সালের জানুয়ারি মাসে প্রথমবার এই পবিত্র মন্দির আক্রমণের শিকার হয়েছিল। তবুও ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার নামই সোমনাথ—এভাবেই মন্দিরের অমরতা ও আত্মমর্যাদার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার থেকে তিন দিনের গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের অংশ হিসেবে সোমনাথ মন্দির দর্শন, পূজাপাঠ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।




















