সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সরাসরি হুমকি জিসিপিয়ের. উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতে বারবার সবর হয়েছে বিরোধী দলের বিধায়ক থেকে নেতৃত্বরা। সেই আগুনে ঘি ঢেলেছেন দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ। সরাসরি ভাবে তিনি জানিয়ে দেন কেন্দ্র সরকার কথা দিয়েছে তাই খুব দ্রুত কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হচ্ছে যার এলাকা হবে মালদা থেকে আসামের কিছু অংশ। উত্তরবঙ্গ জুড়ে যখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদলের ও জিসিপিয়ের সুপ্রিমোর এখানে বক্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আর তা নিয়ে শুরু হয় চরম রাজনৈতিক চাপানোত্তর।
উদয়ন বাবু কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন – রক্ত থাকতে উত্তরবঙ্গ আলাদা হতে দেবো না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে এর বিরুদ্ধে লড়াই করব। এই বক্তব্যের পর দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রীতিমত হুমকি দিয়ে উদয়ন গুহর বিরুদ্ধে পোস্ট করেন তারা। সেখানে লেখা ছিল আপনার মত এহেন ও মন্তব্য কোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেনি। আপনি তো মন্ত্রিত্বটাকে বাপের জমিদারির মত দেখছেন।
চিরদিন আপনার সরকার থাকবে না আপনিও মন্ত্রী থাকবেন না। শেষ দুটি লাইনে লেখা ছিল শিক্ষার কোন শেষ নাই মার খাওয়ার কোন বয়স নাই। এখানে বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা যদিও এর উত্তরে উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় লেখেন আমাকে হুমকি দিয়ে কোন লাভ নেই বাংলা ভাগের চক্রান্তের প্রতিরোধ থেকে আমি এক ইঞ্চি ও সরবো না। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কোচবিহারে প্রথমবারের মতো তৈরি হয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ উন্নতি হয় শিক্ষা ব্যবস্থার। এই সরকারের আমলেই তৈরি হয়েছে রাজবংশী ভাষা একাডমি।
এই এলাকার সাধারণ মানুষের উন্নতি প্রকল্পে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে সাহায্যার্থে বিভিন্ন রাজবংশী শিল্পীগুলিকে অর্থাৎ এই এলাকার ভাওয়াইয়া সঙ্গীত থেকে শুরু করে অন্যান্য শিল্প সংস্কৃতিকে উন্নতিকল্পে যখন এই সরকার প্রতিনিয়ত প্রয়াস করে চলেছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার উদ্দেশ্যে বারংবার উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলে উস্কানি দিচ্ছেন। এমত অবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকি দেওয়ায় তাই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিনহাটা থানায় দিনহাটা পৌরসভার পৌরপতি সহ অন্যান্য নেতৃত্বরা লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও কোচবিহার জেলা বিজেপির বিধায়করা প্রত্যেকেই বারংবার বলছেন উত্তরবঙ্গ অবহেলিত আর সে কারণেই সাধারণ মানুষ চাইছে আলাদা হোক। তবে যেভাবে প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে কোচবিহার সহ অন্যান্য জেলায় মূলত উত্তরবঙ্গে সেই পরিপ্রেক্ষিতে গত পৌর নির্বাচনে খুব ভালো ফল করেছে শাসক দল। উদয়ন বাবু বলেন – বিরোধীদের কোন ইস্যু নেই। কোচবিহারে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপির ছয় বিধায়ক।
আরও পড়ুন – ভাষা সমস্যায় পথহারা তেলেঙ্গানার এক অসহায় ব্যক্তিকে ঘরে ফিরিয়ে নজীর
জেলার মানুষ কোনদিনই তাদের কোন উন্নয়নের শামিল হতে দেখেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী থাকার পরেও কেন্দ্রের কোন সাহায্য বা কেন্দ্রের কোন প্রকল্প রূপায়ণ হয়নি কোচবিহারে, তথা উত্তরবঙ্গে। এই সরকারের আমলে ই উন্নয়ন দেখেছে উত্তরবঙ্গ। এমতাবস্থায় মানুষকে বিভ্রান্ত করতে এবং উত্তরবঙ্গ কে অশান্ত করতে বারংবার উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছি বিরোধীরা আর তাতে তারা দ্য গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সুপ্রিমোকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছেন।
উত্তরবঙ্গের মানুষ এই দাবিকে সমর্থন করে না আর তৃণমূল কংগ্রেস কোন অবস্থাতেই উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে দেবে না। উল্লেখ্য গত ৬ তারিখ উত্তরবঙ্গ ভাগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোচবিহারের রাজপথে মহা মিছিল করেন। এত বিপুল মানুষের এই মিছিলে যোগদানের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের এই দাবি সত্যি ই কতটা যুক্তিযুক্ত কারণ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দিয়ে দিয়েছে কোচবিহার সহ উত্তরবঙ্গবাসী উন্নয়ন চাই আলাদা নয়।