বিনোদন – সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই দেব। একের পর এক স্টাইলিশ লুক, শরীরচর্চায় গড়ে তোলা পেশি আর শার্টলেস উপস্থিতিতে নতুন করে ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন তিনি। বছরের মাঝামাঝি সময়ে এই বোল্ড রূপে ধরা দিয়ে অভিনেতা যেন একপ্রকার ঝড় তুলেছেন নেটদুনিয়ায়। বিশেষ করে মহিলামহলে অভিনেতার জনপ্রিয়তা আবারও চূড়ায় পৌঁছেছে।
সম্প্রতি দেব ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে—কখনও বিছানায় শার্টলেস অবস্থায়, কখনও বা সুইমিং পুলে ভেজা চুল ও ঝরঝরে দেহে, কখনও আবার কালো বাথরোব পরে কফি হাতে ননচালান ভঙ্গিমায়। সঙ্গে রয়েছে আয়নার সামনে অন্তর্বাসে দাঁড়ানো দৃশ্য। প্রতিটি মুহূর্তেই ধরা পড়েছে দেবের স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস ও স্টাইলের ছাপ। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “এমনি।” এই এক কথার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে দেবের ‘Swagg’ এবং আত্মবিশ্বাস।
দর্শকদের প্রতিক্রিয়াও তুঙ্গে। ইনস্টাগ্রামে ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে। কমেন্ট বক্সে ভক্তদের উচ্ছ্বাস, ভালোবাসা ও প্রশংসায় ভরে উঠেছে। অনেকে লিখেছেন, “দেব এখন আগের থেকেও হট!”, আবার কারও কথায়, “এই লুকে ঘুম উড়ে গেল!”
জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’ ছবির জন্য নিজেকে সম্পূর্ণ রূপে বদলে ফেলেছিলেন দেব। লম্বা দাড়ি, গম্ভীর চেহারায় কঠিন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সেই লুককে বিদায় জানিয়ে বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘প্রজাপতি ২’-এর জন্য। দাড়ি কাটার পর অভিনেতার চেহারাতেও এসেছে এক নতুন উজ্জ্বলতা। নতুন এই ফিট লুকেই তাঁকে দেখা যাবে আসন্ন ছবিতে। পাশাপাশি, তাঁর আরেক প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির কাজও চলতে থাকায়, দেবের ঝুলিতে ব্যস্ততা এখন তুঙ্গে।
এই বছর সুপারস্টার দেব শুধুমাত্র ছবি নয়, স্টাইল ও শরীরচর্চার মাধ্যমেও নতুন করে আলোচনায় উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁর জনপ্রিয়তা আরও একধাপ বাড়ল বলেই মনে করছেন অনুরাগীরা।
