সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবা’কে চিঠি লিখলেন অভিনেতা রোহান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবা’কে চিঠি লিখলেন অভিনেতা রোহান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৮ জুন ২০২১ : বাবাকে হারালেন অভিনেতা রোহন ভট্টাচার্য। বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকের ‘দীপু’ ৷ এরপই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবাকে মনের কথা জানালেন রোহান ৷ তিনি লিখেছেন , ” আবার দেখা হবে বাপি, ততদিন খুব ভালো থাকো। আমাদের চিন্তা একদম করবে না, আমি সব সামলে নেবো, মা কে খুব ভালো রাখবো, আমিও ভালো থাকবো । আমি শুনেছি একটা খুব সুন্দর ঘিয়ে রঙের জায়গা আছে, খুব সুন্দর, তুমি যেমন পছন্দ করো, ওখানে তুমি থাকবে ।

আমাদের যখন আবার দেখা হবে, আমি তোমাকে অনেক গান শোনাবো, মোহাম্মদ রফির আহেসান তেরা হোগা মুঝপার। তোমার প্রিয় গান, অনেক গল্প শোনাবো, তোমার কাছ থেকে অনেক গল্প শুনবো । তোমার কাছে সারা রাত বসে গল্প শুনবো, যেমন শুনতাম । আমি তোমাকে কোনো দিন বলতে পারিনি বাপি, আজ বলছি, আমি খুব ভালোবাসি তোমাকে, খুব মিস করছি তোমাকে, যখনি ভাবছি তুমি আর ডাকবেনা, আর বকবে না, আর বলবে না যে আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে । কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাপি, আমরা সবাই খুব ভালো থাকবো, মা কে খুব ভালো রাখবো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো । তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো । তাড়াতাড়ি দেখা হবে । “

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top