বেশ কিছুদিন ধরেই কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। জীবনের প্রতিটা মুহূর্তকে ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন শ্রীলেখা। সম্প্রতি অভিনেত্রীর কাছে তাঁর অনুরাগীরা দুটি প্রশ্ন করেন। এরপরই ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেন শ্রীলেখা।
অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, অভিনেত্রী না হলে তিনি কোন পেশা বেছে নিতেন। এই প্রশ্নের উত্তরে শ্রীলেখা জানান, বিজ্ঞাপন এবং জনসংযোগে তাঁর ডিগ্রি রয়েছে। তাই অভিনেত্রী না হলে তিনি বিজ্ঞাপন সংস্থায় কপি রাইটারের কাজ করতেন।
এর পাশাপাশি তাঁকে আরও একটি প্রশ্ন করা হয়, তাঁর জীবনের সব থেকে বড় আক্ষেপ কী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তাঁর প্রিয় বন্ধুর মৃত্যুটা যদি তিনি আটকাতে পারতেন এবং তাঁর মায়ের মৃত্যুর সময় তিনি পাসে থাকতে পারেননি। এই দুটি ছিল শ্রিলেখা মিত্রের জীবনের সব থেকে বড় আক্ষেপ।