নিজেস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ৭ই নভেম্বর,
ফেসবুকে বন্ধুত্ব করে নাবালিকাকে কিডন্যাপের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। বুধবার অভিযুক্তকে তোলা হয় বারুইপুর আদালতে। প্রতারিত নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ।
আট মাস আগে নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীখোন্ডার নবম শ্রেণির এই ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত সুমন বোলেন-এর (বছর ২১)। ফেসবুকেই তাদের কথা শুরু হয়।কিছুদিনের মধ্যেই বন্ধুত্বের হাত বাড়ায় পরস্পরে। তারপরই যুবক ছাত্রীকে দেখা করার প্রস্তাব দেয়। প্রথম দিকে রাজি না হলেও পরে রাজী হয় ছাত্রী।দেখা করতে গেলে ফাঁদ তৈরি করে নাবালিকাকে কিডন্যাপ করা হয় বলে অভিযোগ ছাত্রীর।পরে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে হুগলীর জাঙ্গিপুর থানা এলাকা থেকে সুমন বোলেন নামক যুবককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।