সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছাটাই, খুবই দুর্দিন ঘনিয়ে আসছে। ইলন মাস্কের টুইটার পথ দেখিয়েছে। প্রচুর কমীর্ ছাটাই করে ব্যয় কমিয়ে ক্ষতির মোকাবেলায় সেই বহু পুরনো পথ ই বেঁছেছেন। এইক্ষেত্রে পৃথিবীর এক নম্বর ধনী ইলন মাস্ক পথ দেখালেন। তাই দেখে ফেসবুকের মার্ক যুগেরবার্গও কর্মী ছাটাই করতে শুরু করেছেন। এপর্যন্ত ১১ হাজারের বেশী কর্মীকে ছাটাই করেছে। রয়টার্স-এর সূত্রানুসারে এই ছাটাইয়ের পর হোয়াটসঅ্যাপের মত সোশ্যাল মিডিয়ায় প্রভাব পড়তে পারে।
যাদের চাকরি যাচ্ছে তারা ১৬ মাসের বেতন এবং স্বাভাবিক অবসরের সময় হিসাব করে কাজের জন্য আরও দুই বছরের বেতন দেওয়া হবে। ১৫ নভেম্বর পর্যন্ত তাঁদের পাওনা কোম্পানির শেয়ারের ভাগ এবং আগামী ৬ মাসের মেডিক্যাল ইন্সুরেন্স পাবে। গত এক বছরে মেটার শেয়ারের দাম অনেকটাই পড়ে গিয়েছে। বিজ্ঞাপন থেকে আয় কমেছে। কোম্পানির এই পরিস্থিতির দায় জুকেরবার্গ নিজেই নিয়েছেন।
ইলন মাস্ক মালিকানা নিয়েই গত সপ্তাহে ট্যুইটারে বহু কর্মী ও ইঞ্জিনিয়র ছাঁটাই করেছেন। যদিও পরে আবার তাদের মধ্যে কেউকে কাউকে পুনঃ নিয়োগ করার জন্য চিঠি দিয়েছেন। কারণ, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ফলে ট্যুইটার এর পরিষেবার উপরে ব্যাপক প্রভাব পড়েছে। এখন জুকেরবার্গ ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিষেবার উপর কী প্রভাব পড়ে সেটাই দেখার।
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
অর্থাৎ দুই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিই আয় বাড়াতে কর্মী ছাঁটাই এর সহজ পথ বেছে নিল। বলা হচ্ছে, চিনা কোম্পানি ‘টিক টকে’-এর মোকাবিলা করতেই এই পথ নেওয়া হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। সত্যি কি সেটা আগামী দিন বোঝা যাবে। তবে দুই আমেরিকান কোম্পানির পর পর এই ভাবে কর্মী ছাঁটাই মূল্যবৃদ্ধিতে জেরবার মার্কিন অর্থনীতির উপরে চাপ আরও বাড়ালো বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক