১৭ ফেব্রুয়ারি, জনপ্রিয় সেলিব্রিটির র্যাম্প ওয়াকের ভিডিয়ো ফের কাঁপলো সোশ্যাল মিডিয়াকে। শুক্রুবার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে একটি ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটলেন সারা আলি খান। তাঁর এই র্যাম্প ওয়াকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই যেমন প্রশংসিত হয়েছেন সাথে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন সইফ কন্যা।
সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ছবি ‘লাভ আজ কাল’। যা সিনেমাপ্রেমীদের বিশেষ মন কাড়তে পারেনি বলেই শোনা যাচ্ছে।ছবির ট্রেলার মুক্তির পরপর সারার অভিনয় দক্ষতা নিয়ে বেশ অনেকেই চর্চা করেছেন।ছবি দেখার পর অনেকেরই মনে হয়েছে চিত্রনাট্যই ঠিকভাবে সাজাতেই পারেননি পরিচালক ইমতিয়াজ আলি। ছবিতে শুধুমাত্র সারা ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। তারপরই সারার র্যাম্প ওয়াকের ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রোলের মুখে পড়তে হল সারাকে।