সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নয়া প্রতারণার ছক, গ্রেফতার ৫ বিদেশী নাগরিক । সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নয়া প্রতারণার ছক। গ্রেফতার দুই মহিলা সহ ৫ বিদেশি নাগরিক। দিল্লিতে হানা দিয়ে ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ডিসেম্বর মাসের ১ তারিখ রাজারহাট কলিপার্কের বাসিন্দা শালিনী রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানান যে বছরের শুরুর দিকে তার সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত থেরেসা দেব অঙ্গি নামের একটি মহিলার সঙ্গে যোগাযোগ হয়। পার্সোনাল চ্যাট করার সময় ওই মহিলা তাকে ভারতীয় শাড়ির কিছু নমুনার ছবি পাঠাতে পারে।
তিনি ছবি পাঠানোর পর ওই মহিলা শালিনী দেবীকে জানান যে তিনি প্রচুর পরিমাণ ভারতীয় শাড়ি কিনতে চান। এপ্রিল মাসে অভিযুক্ত মহিলা শালিনী দেবীকে জানান তার জন্যে সে একটি উপহার পাঠাচ্ছেন। সেই উপহারের ছবি পাঠান মহিলার কাছে এবং ট্রেকিং আই ডি পর্যন্ত পাঠান বিশ্বাসযোগ্যতা তৈরি জন্য। ২২ এপ্রিল অভিযোগকারিণী মহিলার কাছে আরও একটি ফোন আসে যেখানে অনিতা নামের একজন মহিলা নিজেকে কাস্টম হাউস এজেন্ট হিসেবে পরিচয় দেয় এবং জানায় উপহারের কাস্টম ক্লিয়ারেন্স করার জন্যে ২৭হাজার ৫০০ টাকা দিতে হবে।
সেই মোতাবেক অভিযোগকারিণী একটি বেসরকারি ব্যাংক থেকে টাকা পাঠায়। তাকে একটি মেইল মারফত (lyoncourier@gmail.com) রিসিপট পাঠানো হয়। তবে পরবর্তীতে আবারও তাকে ফোন করে কাস্টম ক্লিয়ারেন্স এর নাম করে টাকা চায় প্রতারকরা। এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় তিনি।
ঘটনার তদন্ত শুরু করে এই ধরনের প্রচুর প্রতারিতদের খোঁজ পায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই চক্র কলকাতায় ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের টার্গেট করে এই কর্মসূচি চালাতো। অবশেষে সোশ্যাল মিডিয়া একাউন্টের আইপি ট্র্যাক করে দিল্লিতে হানা দেয় বিধাননগর সাইবার পুলিশের একটি দল। সেখান থেকেই দুজন মহিলা সহ ৫ জন বিদেশীকে গ্রেফতার করে পুলিশ।
আর ও পড়ুন বাড়ছে শীতের কামড়, আজ এই মরশুমের শীতলতম দিন
অভিযুক্তদের দিল্লি আদালত থেকে ৫ দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এদের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নয়া প্রতারণার ছক, গ্রেফতার ৫ বিদেশী নাগরিক । সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নয়া প্রতারণার ছক। গ্রেফতার দুই মহিলা সহ ৫ বিদেশি নাগরিক। দিল্লিতে হানা দিয়ে ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডিসেম্বর মাসের ১ তারিখ রাজারহাট কলিপার্কের বাসিন্দা শালিনী রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানান যে বছরের শুরুর দিকে তার সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত থেরেসা দেব অঙ্গি নামের একটি মহিলার সঙ্গে যোগাযোগ হয়।
পার্সোনাল চ্যাট করার সময় ওই মহিলা তাকে ভারতীয় শাড়ির কিছু নমুনার ছবি পাঠাতে পারে। তিনি ছবি পাঠানোর পর ওই মহিলা শালিনী দেবীকে জানান যে তিনি প্রচুর পরিমাণ ভারতীয় শাড়ি কিনতে চান। এপ্রিল মাসে অভিযুক্ত মহিলা শালিনী দেবীকে জানান তার জন্যে সে একটি উপহার পাঠাচ্ছেন। সেই উপহারের ছবি পাঠান মহিলার কাছে এবং ট্রেকিং আই ডি পর্যন্ত পাঠান বিশ্বাসযোগ্যতা তৈরি জন্য। ২২ এপ্রিল অভিযোগকারিণী মহিলার কাছে আরও একটি ফোন আসে যেখানে অনিতা নামের একজন মহিলা নিজেকে কাস্টম হাউস এজেন্ট হিসেবে পরিচয় দেয় এবং জানায় উপহারের কাস্টম ক্লিয়ারেন্স করার জন্যে ২৭হাজার ৫০০ টাকা দিতে হবে।