দেশ – জম্মু-কাশ্মীরের বৈসারণ উপত্যকায় নৃশংস জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভোরে দিল্লি পৌঁছে তিনি আজ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্ত্রী পরিষদের নিরাপত্তা কমিটির (সিসিএস) উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।হামলার তীব্র নিন্দা করে মোদী বলেন, “যারা এই জঘন্য ঘটনার পিছনে, তারা ছাড় পাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অটুট।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর পোশাকে জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে অমুসলিমদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কর্ণাটক, গুজরাট, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের ২৬ জন নিহত ও ২০ জন আহত হন। লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ হামলার দায় স্বীকার করেছে। মোদী সৌদি থেকে ফেরার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নির্দেশ দেন, যিনি মঙ্গলবার রাতে শ্রীনগরে সেনা-প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন।এই হামলার নিন্দায় একযোগে সরব হয়েছে আমেরিকা, রাশিয়া, সৌদি আরবসহ বিশ্ব সম্প্রদায়।
