সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে এবারের ইসকনের রথযাত্রার উৎসব। মহা ধুমধামে পালিত হবে এবার মায়াপুর ইসকনের রথযাত্রার উৎসব। সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে ইসকন। বিগত দুই বৎসর করোনাকালে রথযাত্রার তেমন ভাবে পালিত হয়নি মায়াপুর ইসকনে। এবছর সরকারি সমস্ত বিধি মেনেই পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ইসকন মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাজাপুর গ্রাম সেখানে জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় মাসীর বাড়িতে আসবেন।
উল্টোরথ পর্যন্ত মাসির বাড়িতে একাধিক মেনুতে খাওয়া-দাওয়া সারবেন জগন্নাথ বলদেব সুভদ্রা। আর সেই প্রসাদ ইসকনে আগত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হবে বলে ইসকন সূত্রে খবর। রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই হাওড়া নবদ্বীপ এবং শিয়ালদা কৃষ্ণনগর বিশেষ ট্রেনের দাবি করা হয়েছে ইসকনের তরফ থেকে। আজ ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন ইসকনের ডাইরেক্টর ব্রজবিলাস কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস এবং জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস।
আরও পড়ুন – দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর খুলছে স্কুল, জারি একাধিক স্বাস্থ্যবিধি
উল্লেখ্য, মহা ধুমধামে পালিত হবে এবার মায়াপুর ইসকনের রথযাত্রার উৎসব। সৌভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হবে ইসকন। বিগত দুই বৎসর করোনাকালে রথযাত্রার তেমন ভাবে পালিত হয়নি মায়াপুর ইসকনে। এবছর সরকারি সমস্ত বিধি মেনেই পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ইসকন মায়াপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাজাপুর গ্রাম সেখানে জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথে করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় মাসীর বাড়িতে আসবেন।
উল্টোরথ পর্যন্ত মাসির বাড়িতে একাধিক মেনুতে খাওয়া-দাওয়া সারবেন জগন্নাথ বলদেব সুভদ্রা। আর সেই প্রসাদ ইসকনে আগত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হবে বলে ইসকন সূত্রে খবর। রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই হাওড়া নবদ্বীপ এবং শিয়ালদা কৃষ্ণনগর বিশেষ ট্রেনের দাবি করা হয়েছে ইসকনের তরফ থেকে। আজ ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন ইসকনের ডাইরেক্টর ব্রজবিলাস কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস এবং জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস।