মালদা – হিন্দু-হিন্দু ভাই স্লোগান নয়। রাম নবমীর শোভাযাত্রায় উঠল হিন্দু-মুসলিম ভাই ভাই স্লোগান। হ্যাঁ রবিবার রাম নবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় রবিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে। শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু-মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন, মালদা শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা। তবে শুধু স্লোগান নয়। তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের উপর পুষ্প বৃষ্টি করে, জল ও লাভডু বিতরণের মাধ্যমে সৌভ্রাতৃত্বের বার্তা দেন।
