অর্জুন সিং এর রাজনৈতিক মৃত্যু হল তৃনমূলে যোগ দিয়ে, প্রতিক্রিয়া সৌমিত্র খাঁর। অর্জুন সিং এর রাজনৈতিক মৃত্যু হল তৃনমূলে যোগদান প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। জোর জল্পনার পর শেষমেস ফুল বদল করলেন অর্জুন সিং। কদিন ধরে দলের বিরুদ্ধে একের পর এক বিষয় সামনে এনে জোর জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
বিজপি নেতৃত্ব ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে দল বদল যে করতে চলেছেন অর্জুন সিং তা আগাম মনে করেছিলেন রাজনৈতিক মহল। রবিবার সেই ছবির প্রকাশ ঘটল সরাসরি অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাস ফুল পরিবারে সামিল হলেন অর্জুন সিং। হটাত করে অর্জুন সিং এর তৃনমূলে ঘরওপাসি কে ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।
আর ও পড়ুন সালিশি সভায় যুবককে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হলো
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রতিক্রিয়াতে জানান, বাংলায় যে রাজনীতিবিদরা ব্যবসা করেন তাঁদের তৃনমূল করতেই হবে। তাই অর্জুন সিং আজ তৃনমূলে যোগ দিলেন। যেভাবে ছাগলকে বলিদান করার আগে মালা পরিয়ে হাঁড়িকাঠে দিয়ে দেওয়া হয় অর্জুন সিং এর অবস্থাও তাই। এস এস সি দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই অর্জুন সিংকে তৃনমূলে যোগ দেওয়ানো হয়েছে।
এদিন তিনি আরো বলেন, অর্জুন সিং ২০০০ সাল থেকে কাউন্সিলার বিধায়ক। কিন্তু পাট সমস্যা সমাধান করতে পারেননি। সম্প্রতি পাট নিয়ে তাঁর যে ব্যথা উঠেছিল আমি ও শুভেন্দু অধিকারী অমিত শাহ কে ধরে নরেন্দ্র মোদীর মাধ্যমে মাত্র ১৫ দিনের মধ্যে তা সমাধান করে দিয়েছিলাম। তারপরও তাঁকে যেতে হয়েছে কারন তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃনমূল ঘিরে ধরো নীতিতে চলছে।