নিজস্ব সংবাদদাতা, হুগলি, ৫ এপ্রিল, ভারত তথা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলী।তাঁর খেলা শুধু পরিচয় নয়, সাথে সাথে তিনি একজন মানুষের কাছে ঈশ্বর।করোনার প্রকোপে আজ গোটা বিশ্ব বেশ আতঙ্কে।সেখানে গরিব মানুষের পাশে তিনি দাঁড়ালেন।এর আগে তিনি বেলুড় মঠে গিয়ে খাদ্যসামগ্রী দান করে এসেছেন।
আজ তিনি ইসকন হাউসে (গুরুসদয় রোড) নিজে এসে সংস্থার রাধারমণ দাস মহারাজের কাছে গরিব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে দিয়ে গেলেন চাল,ডাল, আলু সহ অন্যান্য। প্রতিদিন প্রায় দশ হাজার মানুষের জন্য সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন এই কর্মসূচি পালন করছেন ইস্কনের মাধ্যমে। ইস্কনের প্রতিদিন প্যান ইন্ডিয়াতে প্রায় চার লক্ষ্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে চাল, ডাল, আলু, চিনি, সাবান, তেল প্রমুখ দিয়ে।দাদা জানান, এই সময় সকলকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসাটা বেশি জরুরী।