নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৬ শে মে :চৌরাস্তার দিক থেকে একটি ওলা গাড়ি দ্রুত গতিতে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল সেই সময় সিলপাড়া জেমস লং এর দিক থেকে একটি স্কুটি সিগন্যাল লাল থাকলে ও না দেখে স্কুটি চালক ওলা গাড়ির সামনে চলে আসে,ওলা চালক বাঁচাতে গিয়ে স্কুটি টি কে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওলা গাড়ি টি লাইট পোস্টে ও লাইটপোষ্টের গোড়ায় একটি গুমটি দোকানে ধাক্কা মারে ।ওলা গাড়ির সামনে একটি প্যাসেঞ্জার মুখে চোট লাগে। ওলা গাড়ি র ড্রাইভার পালিয়ে যায়। স্কুটি গাড়ির ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানা পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। স্কুটি চালকের হালকা চোট লাগে।
স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ ওলা চালক
স্কুটি চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ ওলা চালক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram