কলকাতা – কলকাতার আনন্দপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বান্ধবীকে স্কুটি শেখাতে গিয়েই খুনের চেষ্টা? অভিযোগ, ঝগড়ার জেরে এক যুবক তাঁর সঙ্গিনীকে খালে ধাক্কা মেরে ফেলে দেন। তারপর থেকেই যুবকও নিখোঁজ। রাতভর তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি তরুণীর দেহ।
ঘটনাস্থল চীনা মন্দির সংলগ্ন খালের ধারের রাস্তা। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরেই ওই এলাকায় এক যুবককে এক তরুণীকে স্কুটি শেখাতে দেখা যাচ্ছিল। সোমবার রাত ন’টা নাগাদ হঠাৎই দু’জনকে ঝগড়া করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। কিছুক্ষণের মধ্যেই আর কাউকে দেখা যায়নি। পড়ে ছিল কেবল একটি স্কুটি ও একটি মোবাইল ফোন।
সন্দেহ হয়, ঝগড়ার মাঝেই তরুণীকে খালে ফেলে পালিয়ে যায় যুবক। খবর যায় আনন্দপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি দলকে। রাত সাড়ে ১২টা নাগাদ শুরু হয় জলে তল্লাশি অভিযান। পঞ্চান্নগ্রাম থেকে ছুটে আসেন তরুণীর পরিবারের সদস্যরাও। তাঁদের উপস্থিতিতে ঘণ্টা দু’য়েক খোঁজাখুঁজি চললেও কিছুই মেলেনি।
ঘটনার পর থেকে যুবক পলাতক। এলাকার মানুষজনের দাবি, বিষয়টি রহস্যজনক এবং পুলিশকে দ্রুত অভিযুক্তকে ধরতে হবে। নিখোঁজ তরুণীর খোঁজে তল্লাশি অভিযান এখনও অব্যাহত।
