ভাইরাল – রাজস্থানের বিকানেরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ, রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় এক তরুণী তাঁর গাড়ি দিয়ে একটি স্কুলভ্যানে ধাক্কা মারেন। এরপর স্থানীয়েরা তাঁকে আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমাজমাধ্যমে ‘বিকানের শেরনি’ নামে পরিচিত ওই তরুণী গাড়ি থেকে নেমে লাঠি হাতে স্থানীয়দের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গালিগালাজও করেন বলে অভিযোগ। ঘটনার পর তিনি সেখান থেকে চলে যান, কিন্তু স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাঁকে ধাওয়া করে তাঁর গাড়ি আটকায়। এরপর গাড়ি থেকে নামিয়ে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়।
চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয় জনতা তরুণীকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে কয়েক জন এসে তাঁকে উদ্ধার করেন। ততক্ষণে মারধরের চোটে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং আবারও কয়েক জনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। সেই মুহূর্তগুলিই ধরা পড়েছে ক্যামেরায়।
ভাইরাল সেই ভিডিয়োটি প্রথমে শেয়ার করা হয় ‘শোনি কপূর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। মুহূর্তের মধ্যেই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে এবং নেটাগরিকদের মধ্যে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ আবার গভীর উদ্বেগও জানিয়েছেন। একাংশের মতে, তরুণীর এই বেপরোয়া গাড়ি চালনা এবং পরবর্তী আচরণের জন্য তাঁকে কড়া শাস্তি দেওয়া উচিত। অন্যদিকে, অনেকে আবার পুলিশের হাতে তুলে না দিয়ে তাঁকে জনতার হাতে মারধরের নিন্দা করেছেন।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে, পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন।
