স্কুলের অফিস রুম বন্ধ,ঘুরে গেলেন পরীক্ষার্থীরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের শালবাড়ি এসএসকে স্কুলের অফিস রুম বন্ধ।সেজন্য বৃহস্পতিবার পরীক্ষার দিন ঘুরে গেল পরীক্ষার্থীরা।এনিয়ে স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়ে গিয়েছে।যদিও বা স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছে,স্থানীয়রা তালা মেরে দিয়েছেন।তাই এই পরিস্থিতি,আমরা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি।
স্থানীয়দের দাবি,স্কুলের ম্যাডাম স্যার নিয়মিত আসেনা তাই স্থানীয়রা তালা দিয়েছে।যদিও বা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে,বিষয়টি দেখা হচ্ছে। শালবাড়ি এস এস কে স্কুলের প্রধান শিক্ষিকা সুজতা সরকার বলেন, আমরা ঠিকঠাক মতই পড়াশোনা চালিয়ে যাচ্ছি তবে তিন দিন আগে এই এলাকার অমল রায়। নামে এক ব্যক্তি, স্কুলে তালা লাগিয়ে দেয় আমি তাকে রিকুয়েস্ট করেছিলাম।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
কিন্তু সে আমার কথা শুনে নি, তবে আমরা তিন দিন থেকে স্কুলের বারান্দায় ক্লাস করাচ্ছি। আমাদের কর্তব্য আমরা পালন করছি, তবে এই বিষয়ে আমি আমার এলাকার গ্রাম পঞ্চায়েত কে জানিয়েছি উপপ্রধান কে লিখিত জমা করেছি। আমরা ঠিকমতো স্কুলে আসি, হয়তো কোনদিন শরীর অসুস্থতার কারণে আসতে পারিনি তবে আরেকটি ম্যাডাম রয়েছে সে দেখাশোনা করে,আমাকে অঞ্চল বিডিও অফিস ব্যাঙ্ক যেতে হয় স্কুলের কাগজপত্র নিয়ে তার মাঝে ইস্কুলের পড়াশোনাও চালিয়ে যাই আমরা।
স্থানীয় অমল রায় বলেন, এই স্কুলের নিয়মমত ম্যাডাম স্যার আসে না, ঠিকমতো পড়াশোনা হয় না স্কুলের শৌচাকার রয়েছে, কিন্তু ব্যবহারের যোগ্য নয়, কল রয়েছে, খাওয়ার মত জল নয়।সব বেহাল অবস্থা। তাই এই কাজ। এলাকার উপপ্রধান গোপেশ রায় বলেন,বিষয়টি আমি দেখছি আমাকে লিখিত দিয়েছেন।এ বিষয়ে প্রধান কাকুলি বৌদ্ধ বলেন? আমি শনিবারে গিয়ে মিটিং এর মধ্য দিয়ে এটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করব।