স্কুলের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল অভিভাবকরা

স্কুলের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল অভিভাবকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩ জানুয়ারি, শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি,খারাপ মিড ডে মিল ও বৃষ্টির সময় স্কুলে জল জমা, এরূপ বেশ কয়েকটি অভিযোগ তুলে শিক্ষকদের স্কুলের বাইরে বের করে দিয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা।শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার হরিদ্রা পোতায়।

সূত্রের খবর, হরিদ্রা পোতা গ্রামের হরিদ্রাপোতা প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষকেরা সময়মতো স্কুলে আসেন না বলে অভিযোগ অভিবাবকদের।অভিযোগ, প্রায়সই শিক্ষকরা অনুপস্থিত না থাকলেও পরের দিন এসে রেজিস্টারে সই করেন।শুধু তাই নয়, স্কুলের নির্দিষ্ট সময়ে কোনও শিক্ষকই স্কুলে আসেনা বলেও দাবী অভিবাবকদের।সেইসঙ্গে স্কুলে মিড ডে মিলে দেওয়া খাবারের মান অত্যন্ত খারাপ বলেও এদিন অভিযোগ করেন অভিভাবকরা।পাশাপাশি স্কুলের মাঠ নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই স্কুল চত্বর জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগের শিকার হতে হয় পড়ুয়াদের বলেও অভিযোগ অভিবাবকদের।

অভিভাবকরা জানান, বারবার স্কুলের প্রধান শিক্ষক সহ আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি। আর এই সমস্ত কারণেই এদিন ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষকদের স্কুলের বাইরে বের করে তালা লাগিয়ে দিলেন স্কুলে।যদিও স্কুলে না এসেও রেজিস্টারে সই করার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক।বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top