জলপাইগুড়ি – জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে মিলল বিষধর গোখরো সাপের একাধিক বাচ্চা। শুক্রবার স্কুল চলাকালীন দোতলায় ওঠার সিঁড়ির নিচের একটি ঘর থেকে এক পড়ুয়া একটি সাপের বাচ্চা বেরিয়ে আসতে দেখে তৎক্ষণাৎ প্রধান শিক্ষককে জানায়। এরপর স্কুল কর্তৃপক্ষ দ্রুত বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং সাপ উদ্ধার অভিযান শুরু করেন। সিঁড়ির নিচে ঘরের মেঝে ভাঙতেই একে একে বেরিয়ে আসে গোখরো প্রজাতির সাপের বাচ্চাগুলি। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
বিদ্যালয় চত্বরে বিষধর সাপের উপস্থিতি ঘিরে প্রথমে আতঙ্ক ছড়ালেও বনদপ্তরের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বনকর্মীরা জানান, গোখরো সাপ সাধারণত নিরিবিলি, উষ্ণ ও সুরক্ষিত স্থানে ডিম পাড়ে। সম্ভবত সিঁড়ির ঘরের মেঝের নিচে এমনই একটি পরিবেশ তৈরি হওয়ায় সেখানে সাপ বাসা বেঁধেছিল।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের দাবি, ভবিষ্যতে যাতে এমন বিপজ্জনক ঘটনা না ঘটে, তার জন্য স্কুল চত্বরের নিয়মিত পরিদর্শন ও সাফাই ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
উদ্ধার হওয়া সবক’টি সাপের বাচ্চাকে বনদপ্তর নির্ধারিত জঙ্গলে ছেড়ে দেয়।
