স্কুলে না এসে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ নিবেদিতা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষকের

স্কুলে না এসে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ নিবেদিতা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্কুলে না এসে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ নিবেদিতা স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষকের। কোচবিহার ব্রহ্ম মন্দির সংলগ্ন নিবেদিতা স্কুল সেই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জয়ন্ত অধিকারী বিরুদ্ধে স্কুলে না এসে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ তুললো স্কুল কর্তপক্ষ। সেই নিয়ে সজার হলের কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্র নাথ ঘোষ।

 

তিনি আজ এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি আজও দেখলাম এর আগেও একবার পরিদর্শনে এসে দেখেছি একটানা ৬ মাস স্কুলে না এসে বসে বসে তিনি বেতনটা নিয়েছেন।গত ২৬/৮ আমাদের বোর্ড অফ কাইসিলের মিটিং হয়েছে সেই মিটিং এ অনেক অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছি। আজ আমরা সরোজমিনে দেখে গেলাম।এর মধ্যে আমরা একজনকে টিচার্স ইনচার্জ করে দেবো।পরবর্তী সময়ে বোর্ড মিটিং এ আলোচনা করে পরবর্তী সির্ধন্ত নেব।

 

এছাড়া ওনার বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই বিষয়ে রবীন্দ্র নাথ ঘোষ জানান,আমাদের কাছে এই বিষয়ে তো কোনো অভিযোগ নেই।আমি আজও খাতা পত্র দেখলাম এর আগেও দেখেছি ওনার ওখানে যে ৮ লক্ষ টাকা ছিল সেখানে ১.৫ লক্ষ টাকা পড়েছিল। তারপরে অনেক চিঠি পত্র দেওয়ার পড়ে তিনি বাকি টাকা টা ফেরত দিয়েছেন।সেটা এক প্রকারের দুর্নীতিই বলবো ।এছাড়াও ওনার নামে অনেক অভিযোগই আসছে সে সব খতিয়ে দেখে ওনার নামে যা যা আইন গত বেবস্থা সে গুলো নেওয়া হবে।

আরও পড়ুন – রাস্তার দুপাশে লাগানো সরকারি গাছ কেটে লোপাটের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

উল্লেখ্য, কোচবিহার ব্রহ্ম মন্দির সংলগ্ন নিবেদিতা স্কুল সেই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জয়ন্ত অধিকারী বিরুদ্ধে স্কুলে না এসে বসে বসে বেতন নেওয়ার অভিযোগ তুললো স্কুল কর্তপক্ষ। সেই নিয়ে সজার হলের কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্র নাথ ঘোষ। তিনি আজ এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি আজও দেখলাম এর আগেও একবার পরিদর্শনে এসে দেখেছি একটানা ৬ মাস স্কুলে না এসে বসে বসে তিনি বেতনটা নিয়েছেন।গত ২৬/৮ আমাদের বোর্ড অফ কাইসিলের মিটিং হয়েছে সেই মিটিং এ অনেক অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছি। আজ আমরা সরোজমিনে দেখে গেলাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top