নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,৫ ই আগস্ট :স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সময় মতন আসেন না, কোন কিছু পড়াশুনোও করায় না, বরং মাথার উকুন বাছাই, গা হাত পা টেপায়। এমনই নানা অভিযোগ ভাঙড়ের পশ্চিম বাড়জুলি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী সহ তাদের অভিভাবক অভিভাবিকাদের। স্থানীয় সাধারণ মানুষ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিষয়টি নিয়ে পূর্বে একাধিকবার জানিয়েছেন, তাসত্ত্বেও সে বিষয়ে কর্ণপাত করেনি তারা। এমনই অভিযোগ এক অভিভাবকের।
নিত্যদিন স্কুলে এভাবে দেড়ি করে আসার জন্য আজ স্কুলের সামনে ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা সমবেত হয়ে বিক্ষোভ দেখায়। বন্ধ করে রাখে স্কুল। স্থানীয় ভাঙ্গড় থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাটি সমাধান করবার চেষ্টা করে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও স্কুলের প্রধান সহায়িকা অঞ্জলি দাস তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে জানান। যদিও ছোট ছোট খুদে পড়ুয়ারা কার্যত স্বীকার করে নিয়েছে শিক্ষক শিক্ষিকা দের বিরুদ্ধে উঠা অভিযোগ গুলি।