স্কুলে বিলির আগেই উধাও দু লক্ষ সরকারি বই,গ্রেপ্তার ১। স্কুলে বিলির আগেই উধাও দু লক্ষ সরকারি বই। উত্তর দিনাজপুর জেলার এসআই (সদর চক্র) দপ্তরের গুদাম থেকে উধাও দুলক্ষ সরকারি বই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুদামের দায়িত্বে থাকা ভীম মন্ডল নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে শুক্রবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল পরিদর্শক শুভঙ্কর নন্দী। অভিযোগের ভিত্তিতে অস্থায়ী কর্মী ভিম মন্ডলকে গ্রেফতার করে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। ধৃত ভীম মন্ডলের দাবি এই ঘটনায় এসআই জড়িত রয়েছে। এবং তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে ,স্কুলে বিলি করার জন্য প্রায় ২ লক্ষ ১২ হাজার বই এসেছিল অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তরে। বইগুলি আগামী ২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বিলি করার কথা ছিল। সরকারি নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার গুদাম খুলতেই চক্ষু চড়কগাছ এসআইয়ের। তিনি দেখতে পান প্রায় ১২ হাজার বই বাদ দিয়ে বাকি বইগুলি উধাও হয়ে যায়। বিষয়টি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তিনি।
এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে শুক্রবার ভীম মন্ডলের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসআই শুভঙ্কর নন্দী। অভিযোগের ভিত্তিতে ভীম মন্ডলকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। শনিবার ধৃত ভীম মন্ডলকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।
আরও পড়ুন – নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে সুখবর
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।ঘটনার খবর পেয়ে ইসলামপুরের এসআই দপ্তর ও গুদাম ঘরটি পরিদর্শনে করে দেখেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার এবিষয়ে ডি আই বলেন, ঘটনা খুবই দুঃখজনক। এই সময়ে গুদামে বই নেই। বই আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। যদিও এসআইয়ের বিরুদ্ধে উঠে আসা অভিযোগে বিষয়ে কিছুই বলেননি।
অন্যদিকে ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী উপর পাল্টা অভিযোগ করেছে অভিযুক্ত অস্থায়ী কর্মী ভীম মন্ডল। এবিষয়ে এসআই শুভঙ্কর নন্দীকে জিজ্ঞেস করা হলে তিনি নো কমেন্টস বলে এরিয়ে যান।
ঘটনার পূর্ণাঙ্গ দাবি তুলে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকারকে শারকলিপি তুলে দিলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।