ভাইরাল – স্কুলে যাওয়ার নাম শুনলেই কান্না জুড়ে দিত ছোট্ট বালকটি। পরিবারের সদস্যরা রীতিমতো ধমক দিয়েও তাকে রাজি করাতে পারেননি। বাধ্য হয়ে ইউনিফর্ম পরে নিলেও ঘর ছাড়তে নারাজ সে। ঘরে রাখা খাটিয়াকে সাপের মতো জড়িয়ে শুয়ে পড়েছিল বালকটি। যতই বোঝানো হোক, কোনও উপায়েই তাকে তোলা যাচ্ছিল না খাটিয়া থেকে। শেষমেশ হাল ছেড়ে পরিবারের দুই তরুণ সদস্য সিদ্ধান্ত নেন — খাটিয়াসহই স্কুলে নিয়ে যেতে হবে!
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণ মাঠ পেরিয়ে হাঁটছেন হাতে একটি খাটিয়া নিয়ে। খাটিয়ার এক পাশে স্কুল ইউনিফর্ম পরা এক বালক, সাপের মতো জড়িয়ে রয়েছে তাতে। চিৎকার করে কাঁদছে সে। ভিডিয়োটি পোস্ট করেছেন ‘অতুল কুমার চৌধরি’ নামে এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী।
স্কুলের দরজার সামনে পৌঁছে খাটিয়াটি নামিয়ে দেন ওই দুই তরুণ। তারপরেই শুরু হয় বালকের আরও জোরে কান্না। বোঝাই যাচ্ছিল, কোনও ভাবেই স্কুলে যেতে রাজি নয় সে। পরিস্থিতি দেখে এক শিক্ষক ছুটে আসেন বাইরে। চেষ্টা করেন বালকটিকে শান্ত করে ভিতরে নিয়ে যেতে। কিন্তু বালকের একরোখা জেদ — খাটিয়া ছাড়বে না!
শিক্ষকের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। স্কুলের অন্যান্য পড়ুয়ারা হাসতে হাসতে ভিতরে ঢুকে গেলেও, সেই ছোট্ট বালক খাটিয়া আঁকড়ে পড়ে রইল আগের মতোই। পরিবারের মজার এই কাণ্ড ও শিশুর অদ্ভুত জেদ এখন সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছে।



















