স্কুলে শ্রীলতাহানির অভিযোগ ওঠে  এক শিক্ষকের বিরুদ্ধে!

স্কুলে শ্রীলতাহানির অভিযোগ ওঠে  এক শিক্ষকের বিরুদ্ধে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বর্ধমান – বর্ধমানে এক স্কুলে শ্লিলতাহানির অভিযোগে ওঠে ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার বর্ধমান থানার পুলিশের হাতে আটক হয় ওই স্কুল শিক্ষক।পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের এক শিক্ষক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ প্রায় তিন থেকে চার মাস ধরে ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।ঘটনার কথা বাড়িতে জানালে তাকে ভয় দেখানোর কথা বলা হয় এবং মারধর পর্যন্ত করা হবে বলেও অভিযোগ। এ নিয়ে চরম উত্তেজনা ছড়ায় বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুল চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে শিক্ষককে আটক করেছে। ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী নির্যাতন সহ্য না করতে পেরে বৃহস্পতিবার রাত্রে তার পরিবারকে জানায়

তারপরেই উত্তেজিত হয়ে এলাকার মানুষ সহ পরিবারের লোকজন বিদ্যালয়ে এসে উপস্থিত হয়ে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।
পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ এবং অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ দাস কে আটক করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয় এলাকায়।এদিকে ওই স্কুল ছাত্রী সহ পরিবারের লোকজন বর্ধমান সদর থানায় হাজির হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top