এক নবম শ্রেণীর ছাত্রর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনায় পরিবারে শোকের ছায়া। জানা যায় মৃত স্কুল ছাত্রের নাম সুজয় সরকার বয়স ১৭ বছর। শান্তিপুর বড়জীয়াকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পরিবারের কাছ থেকে জানা যায় আজ সকালে ওই স্কুল ছাত্রর বাবা সুভাষ সরকার প্যান্ডেলের কাজে বেরিয়ে পড়েন, স্কুল ছাত্রের মা রান্নার কাজে ব্যস্ত ছিল।
৯:৩০ নাগাদ স্কুল ছাত্রকে খাওয়ার জন্য ডাকতেই ঘরের দরজা খুলে দেখে সুজয় ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর শুনে ছুটে আসে প্রতিবেশীরা, এরপর খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্কুল ছাত্রর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে মৃত স্কুল ছাত্রর বন্ধুরা জানিয়েছেন, গতকাল রাত্রি বারোটা পর্যন্ত সুজয় তাদের সাথে সময় কাটায়, তারপর বাড়িতে ফিরে যায়। তবে সুজয়ের একটি মেয়ের সাথে প্রেম ছিল দীর্ঘদিন ধরে।
আরও পড়ুন – “মায়েদের থেকেই সময়ের ম্যানেজমেন্ট শেখা উচিত ” দেশের পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
বন্ধুদের দাবি মাঝেমধ্যে মেয়ের পরিবার থেকে হুমকি দিত সুজয়কে। গতকাল সরস্বতী পূজার রাতেও মন মরা অবস্থায় ছিল সুজয় তবে সুজয় এইভাবে চলে যাবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি সুজয়ের বন্ধুবান্ধব। যদিও বাবা সুভাষ সরকার ছেলের প্রেমের বিষয় নিয়ে কিছু জানে না বলেই জানিয়েছেন। স্কুল ছাত্রর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ওই স্কুল ছাত্র কি কারনে নিজে থেকে আত্মহত্যার রাস্তা বেছে নিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ছাত্রর রহস্য