স্কুল ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা এবং প্রতারণা করার অভিযোগে গ্রেফতার যুবক। জেলা শহর মেদিনীপুরের বাসিন্দা (কোতোয়ালী থানার অন্তর্গত) এক ১৭ বছরের স্কুল ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা এবং প্রতারণা করার অভিযোগ উঠেছে শহরের এক যুবকের বিরুদ্ধে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী ওই মেয়েটি’র পরিবারের অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁরা মেয়ের কাছে সব জানতে চান।
এরপরই সে বলে, তাঁকে ভুল বুঝিয়ে, বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে একাধিকবার (অভিযোগ অনুযায়ী, দু’বার) শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই যুবক। পরে, সম্পর্ক অস্বীকার করে। এরপরই, অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। জানা যায়, গত ১০ এপ্রিল ওই নাবালিকা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু, অভিযুক্ত ওই যুবক সবকিছুই অস্বীকার করে এবং ঘটনার কথা গোপন করার জন্য শাসক দলের নাম করে হুমকি দেয়! বলে, সে শাসকদলের সঙ্গে যুক্ত। এরপর, ওই নাবালিকার মা রবিবার (১৭ এপ্রিল) মেদিনীপুরের মহিলা থানায় অভিযুক্ত সুব্রত মাঝির (Kotwali Women Police Station) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
তারপরই মেদিনীপুর শহরের আবাসের বাসিন্দা সুরত মাঝি নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি সোমবার জানাজানি হলে মেদিনীপুর শহরের আবাস এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে আইন আইনের পথে চলবে। দল তাতে নাক গলাবে না। দলের নাম করে কেউ কাউকে হুমকি দিলে তা দল বরদাশ্ত করবে না। সোমবার অভিযুক্ত ওই যুবককে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।