স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের। রাজ্য সরকারের দেওয়া স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে এবারে মাঠে নেমে আন্দোলনে সামিল হলো বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের সদস্য ও সদস্যরা। মঙ্গলবার কোচবিহার জেনকিন স্কুল মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিলে জেলার প্রায় প্রত্যেকটি স্কুলের প্রাক্তনীরা অংশ নেয়।
রাজ্য সরকার যেভাবে ব্যক্তি অমানবিক ফতোয়া জারি করে স্কুল ড্রেস গুলি পরিবর্তন করে দেবার ব্যাপারে সরব হয়েছেন তা কোনভাবেই মেনে নিতে পারছেন না কোচবিহারের বহু স্কুলের প্রাক্তনীরা। এদিন যৌথ মঞ্চের পক্ষ থেকে মিছিল করে কোচবিহার সাগরদিঘী চত্বরে সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এদিনের এই আন্দোলনে কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুল, সুনীতি একাডেমি, মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়,
মহারানী ইন্দিরাদেবী উচ্চ বিদ্যালয়, কোচবিহার নিউটাউন গার্লস স্কুল, কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়, নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়, কোচবিহার উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলার প্রায় বেশ কয়েকটি স্কুল এদিনে এই মিছিলে অংশ নেয়। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ায় কোচবিহার জেলার অভিভাবক ঐক্য মঞ্চ। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তনী যৌথমঞ্চের পক্ষে আনন্দ জ্যোতি মজুমদার বলেন, দীর্ঘদিন থেকেই আমরা স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম।
আরও পড়ুন – পূজোর আগে হারানো সাবেকি মিষ্টির স্বাদ দিতে কলকাতায় মিষ্টি কার্নিভ্যাল
এই বিষয়ে আমরা জেলাশাসকেও স্মারকলিপি প্রদান করি। তবে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবার জন্যই আমরা জেলার বেশ কয়েকটি স্কুলকে নিয়ে বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চ গঠন করি। সেই মঞ্চের তরফ থেকে আজ আমরা সদর মহকুমা শাসককে স্মারকলির প্রদান করলাম। যদি আমাদের সুনির্দিষ্ট দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।
অন্যদিকে বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের পক্ষে চৈতালি ধরিত্রীকন্যা জানান, আমাদের রাজ্যের সরকার সরকারি স্কুলগুলির উপর নীল সাদা রং অমানবিক ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যার দরুন বিভিন্ন ঐতিহ্যবাহী স্কুলের নিজস্ব ঐতিহ্য ও অহংকারকে মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এর বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াচ্ছি। এছাড়াও নিজস্ব যে লোগো রয়েছে তাও সুকৌশলী পরিবর্তন করে বিশ্ব বাংলার লোগো লাগানোর চক্রান্ত চলছে, এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ শানিত করছি। পরবর্তীতে যদি আমাদের দাবিকে কোনোভাবেই মান্যতা দেওয়া না হয় তবে রাজ্যজুড়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।