সরকারি নির্দেশে স্কুল পোশাক পরিবর্তনের বিরুদ্ধে এবারে মাঠে নামল কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার তারা এই বিষয়টি নিয়ে একটি সোচ্চার মিছিল করে তাদের দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি জমা দেয়। এদিন স্কুলের প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের দাবি, এই পোশাক আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য, যা যুগ যুগ ধরে বহু ছাত্র ও ছাত্রীর নিজস্ব পরিচয় হয়ে রয়েছে।
তাই সরকারি নির্দেশ থাকলেও এই পোশাক কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এই পোশাক যদি পরিবর্তন হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন গড়ে উঠতে পারে বলে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের পক্ষে জানানো হয়। এদিন মনীন্দ্রনাথ স্কুল থেকে খাগড়াবাড়ি চৌপথী পর্যন্ত স্কুলের ছাত্র ছাত্রীরা এই মিছিল করে। এদিনের এই মিছিলকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল বেশ উল্লেখযোগ্য।
মিছিল শেষে তারা কোচবিহার জেলাশাসককে তাদের দাবি নিয়ে একটি স্মারকলিপিও প্রদান করে। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী জানায়, এই ড্রেস আমরা কোনভাবেই পরিবর্তন করতে চাই না। আমাদের নানান স্মৃতি জড়িয়ে আছে এই ড্রেসে। বহু দাদা দিদিদের পাশাপাশি আমরাও এই ড্রেসের ধারক ও বাহক, তাই ড্রেস পরিবর্তন আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।
আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী
উল্লেখ্য, সরকারি নির্দেশে স্কুল পোশাক পরিবর্তনের বিরুদ্ধে এবারে মাঠে নামল কোচবিহারের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার তারা এই বিষয়টি নিয়ে একটি সোচ্চার মিছিল করে তাদের দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি জমা দেয়। এদিন স্কুলের প্রাক্তন ছাত্র ও ছাত্রীরা বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের দাবি, এই পোশাক আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য, যা যুগ যুগ ধরে বহু ছাত্র ও ছাত্রীর নিজস্ব পরিচয় হয়ে রয়েছে। তাই সরকারি নির্দেশ থাকলেও এই পোশাক কোনভাবেই পরিবর্তন করা যাবে না। এই পোশাক যদি পরিবর্তন হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন গড়ে উঠতে পারে বলে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের পক্ষে জানানো হয়।