স্কুল পড়ুয়া অসুস্থর ঘটনায় পঞ্চায়েত অফিসে হামলার অভিযোগে গ্ৰেফতার ১৫

স্কুল পড়ুয়া অসুস্থর ঘটনায় পঞ্চায়েত অফিসে হামলার অভিযোগে গ্ৰেফতার ১৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্কুল পড়ুয়া অসুস্থর ঘটনায় পঞ্চায়েত অফিসে হামলার অভিযোগে গ্ৰেফতার ১৫। ১ গ্ৰামে পঞ্চায়েতে আউসা প্রাথমিক বিদ‍্যালয়ে ক্ষুদে ছাত্র ছাত্রী অসুস্থ‍্য হওয়ার ঘটনায় ,ক্ষিপ্ত জনতা নবস্থা ১ গ্ৰাম পঞ্চায়েতের অফিস ভাঙচুর ও হামলা চালিয়েছিল। পঞ্চায়েত অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৫ জনকে গ্ৰেফতার করে মেমারি থানার পুলিশ। ধৃতদের শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।

 

জানা গেছে, স্কুল পড়ুয়ারা অসুস্থ হওয়ায় তাদের অভিভাবক ও এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায় স্কুলে। সেখান থেকে জানানো হয় বাচ্ছাদের খাবার দেওয়া হয়েছিল পঞ্চায়েতের পক্ষ থেকে। এরপর সমস্ত রাগ গিয়ে পরে নবস্তা ১ গ্রাম পঞ্চায়েতের উপর। সেখানে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ হামলা করে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বর্ধমান উত্তরের বিধায়ক নিশিথ মালিকের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক রাধাকান্ত রায় বিজেপির একজন সক্রিয় কর্মী এবং গত বিধানসভায় তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিজেপির উস্কানিতেই এই ধরনের হামলার ঘটনা ঘটেছে, হামলাকারীরা পঞ্চায়েতের এক মহিলা কর্মীর শ্লীলতাহানিও করেছে। তাই মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিধায়কের সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবী পঞ্চায়েতের গাফিলরি চাপা দেওয়ার জন্যই মিথ্যা বিজেপির উপর দোষ দিয়ে নিরীহ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন – অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্তম্ভিত বেলঘড়িয়ার দেওয়ান পাড়ার বাসিন্দারা

প্রসঙ্গত, শুক্রবার প্লাস্টিক বর্জন নিয়ে র‍্যালির আয়োজন করা হয়েছিল এই স্কুল থেকে। র‍্যালির শেষে ছাত্র ছাত্রীদের কেক ও গ্লুকোন – ডি দেওয়া হয়েছিলো। সেই খাবার খেয়েই একাধিক বাচ্চা অসুস্থ হয়ে পরে। তাদেরকে তড়িঘড়ি বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসা শুরু করে দেওয়া হয়।বর্ধমান হাসপাতালে ৬৫ জন স্কুল পড়ুয়া চিকিৎসাধীন ছিল । তাদেরকে শনিবার ছেড়ে দেওয়া হয়। এদিন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, সব পড়ুয়াই সুস্থ‍্য আছে, ঠিক আছে। একদিন হসপিটালে ছিল, সুস্থ্য থাকায় তাদের রিলিজ করে দেওয়া হয়েছে ।তিনি আরও জানান, কোথাও এর কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও স্কুলের সাথে একবার বসা হবে প্রশাসনের পক্ষ থেকে। তারপর সেই মতো ব‍্যাবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top