
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ১৬ ই জানুয়ারী : স্কুল ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হল চান্দাই । মধ্যরাতে পুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস।অভিযোগ বড়জোড়ার চান্দাই গ্রামে।বোমা বাজির ও অভিযোগ উঠল।স্থানীয় বিজেপির অভিযোগ সামনে মাদ্রাসার পরিচালন সমিতির ভোট।কিছু দিন ধরেই বিজেপির প্রার্থী দের নাম তুলে নেওয়ার চাপ দিতে থাকে তৃণমূল নেতৃত্ব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।কিন্তু কোন কিছুতেই দমাতে না পেরে তৃনমূলের দুষ্কৃতীরা মধ্য রাতে বোমা বাজি করে জ্বালিয়ে দেওয়া হল পার্টি অফিস।কিছু ক্ষন হয় পথ অবরোধ ।এলাকায় পুলিশ রয়েছে



















