স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়াতে দিতে হবে, এই দাবিতে আন্দোলন একাংশের পড়ুয়াদের সরকারি নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে পথে নামল অ্যাকশন স্কুল পড়ুয়া তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে বনগা শহরের নীলদর্পণ ভবন এলাকায় তারা প্রথমে জড় হন সেখান থেকে মিছিল করে তারা এ ডি আই অতিরক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক) ফিসে যান৷ পড়ুয়াদের দাবি, যে স্কুল শিক্ষকদের কাছে তারা প্রাইভেট টিউশন নেয় তাদের কাছেই পড়তে দিতে হবে।
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার বিষয় নিষেধাজ্ঞা জারি আছে সরকারের। এই প্রশ্নে তারা বলেন” প্রশাসন আইন করেছে আইনের সম্মান রেখেই বলছি। ৪০ মিনিটের ক্লাসে এত ছাত্রর দিকে একসঙ্গে শিক্ষকরা নজর দিতে পারেনা। ফলে শিক্ষকরা না পড়ালে ছাত্র-ছাত্রীদেরই ক্ষতি হচ্ছে৷ পড়ুয়ারা স্মারকলিপি জমা দিতে গেলে তা নিতে অস্বীকার করেন আধিকারিক তপন কুমার বারুই। তিনি বলেন ডেপুটেশন দেওয়ার একটা পদ্ধতি আছে এভাবে ডেপুটেশন দেওয়া যায় না৷
আরও পড়ুন – দেড় লাখ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে এক পরিবারের ওপর হামলার অভিযোগ
উল্লেখ্য, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়াতে দিতে হবে, এই দাবিতে আন্দোলন একাংশের পড়ুয়াদের সরকারি নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে পথে নামল অ্যাকশন স্কুল পড়ুয়া তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে বনগা শহরের নীলদর্পণ ভবন এলাকায় তারা প্রথমে জড় হন সেখান থেকে মিছিল করে তারা এ ডি আই অতিরক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক) ফিসে যান৷ পড়ুয়াদের দাবি, যে স্কুল শিক্ষকদের কাছে তারা প্রাইভেট টিউশন নেয় তাদের কাছেই পড়তে দিতে হবে।
স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার বিষয় নিষেধাজ্ঞা জারি আছে সরকারের। এই প্রশ্নে তারা বলেন” প্রশাসন আইন করেছে আইনের সম্মান রেখেই বলছি। ৪০ মিনিটের ক্লাসে এত ছাত্রর দিকে একসঙ্গে শিক্ষকরা নজর দিতে পারেনা। ফলে শিক্ষকরা না পড়ালে ছাত্র-ছাত্রীদেরই ক্ষতি হচ্ছে৷ পড়ুয়ারা স্মারকলিপি জমা দিতে গেলে তা নিতে অস্বীকার করেন আধিকারিক তপন কুমার বারুই। তিনি বলেন ডেপুটেশন দেওয়ার একটা পদ্ধতি আছে এভাবে ডেপুটেশন দেওয়া যায় না৷