স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা এক চাকুরী প্রার্থীর।মালদা শহরের ইংরেজবাজার পৌরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডের গঙ্গাবাগের বাসিন্দা অঙ্কন দত্ত ২০১০ সালে এসএসসির ক্লারিকেল নিয়োগের পরীক্ষায় ওবিসি কোটায় ফর্ম ফিলাপ করেন। প্রিলিমিনারি ও ২০১১ সালে ফাইনাল পরীক্ষাও দেন। পরীক্ষার ফল কি হলো তা এসএসসি তাদের জানায়নি বাধ্য হয়ে আরটিআই করেন। আরটিআই এসএসসি জবাব দেয় ওবিসি পদে কোন ভেকেন্সি নেই।প্রশ্ন যদি কোন ভ্যাকেন্সি নাই থাকে ওবিসি পদে তাহলে কেন ফর্ম ফিলাপ করানো হল কেন দু দুটি পরীক্ষা নেওয়া হল।

 

বাধ্য হই তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন এই চাকুরিটিও মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে সেই কারণেই রাতারাতি জানিয়ে দেওয়া হয়েছে ওবিসি পদে কোন ভেকেন্সি নেই। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় পশু বলেন টেকনিক্যাল কারণে হয়তো কোন ভুল হয়েছে নিশ্চয়ই এর এই সমস্যার সমাধান হবে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে জর্জরিত ওই চাকরি প্রার্থীর পরিবার কার্যত মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুন – আসানসোল আদালতে নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা এক চাকুরী প্রার্থীর।মালদা শহরের ইংরেজবাজার পৌরসভা এলাকার ১১ নম্বর ওয়ার্ডের গঙ্গাবাগের বাসিন্দা অঙ্কন দত্ত ২০১০ সালে এসএসসির ক্লারিকেল নিয়োগের পরীক্ষায় ওবিসি কোটায় ফর্ম ফিলাপ করেন। প্রিলিমিনারি ও ২০১১ সালে ফাইনাল পরীক্ষাও দেন। পরীক্ষার ফল কি হলো তা এসএসসি তাদের জানায়নি বাধ্য হয়ে আরটিআই করেন। আরটিআই এসএসসি জবাব দেয় ওবিসি পদে কোন ভেকেন্সি নেই।

 

প্রশ্ন যদি কোন ভ্যাকেন্সি নাই থাকে ওবিসি পদে তাহলে কেন ফর্ম ফিলাপ করানো হল কেন দু দুটি পরীক্ষা নেওয়া হল। বাধ্য হই তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন এই চাকুরিটিও মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে সেই কারণেই রাতারাতি জানিয়ে দেওয়া হয়েছে ওবিসি পদে কোন ভেকেন্সি নেই। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় পশু বলেন টেকনিক্যাল কারণে হয়তো কোন ভুল হয়েছে নিশ্চয়ই এর এই সমস্যার সমাধান হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top