নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার বাড়ি থেকে দূরের খাল থেকে. জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানা এলাকায় নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার বাড়ি থেকে দূরের খাল থেকে,খুনের সন্দেহ এলাকাবাসীর বাড়ি থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেনি বছর এগারোর মীর হোসেন মোল্লা নামের এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রl
রাতভর খোঁজাখুঁজি করার পরেও তার খোঁজ মেলেনিlঅবশেষে সেই নাবালকের দেহ মিললো বাড়ি থেকে দূরের একটি খালেl এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর দুই নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকায়lস্থানীয় মনিরতট ৪ নম্বর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন মোল্লার ১১ বছরের ছেলে মীর হোসেন মোল্লাlএলাকায় একটি জলসা অনুষ্ঠান দেখার জন্য বেরিয়েছিল বলে মনে করা হচ্ছেl
তারপর রাতভর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি করলেও তার হদিস মেলেনিl অবশেষে বৃহস্পতিবার সকাল হলেই মনিতর ৬ নম্বর এলাকার একটি খালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার লোকজনlএই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়lছাত্রটির হাতে একটি দড়ি থাকায় সন্দেহ দানা বেঁধেছেl
সম্ভবত খুন করে ফেলে দেওয়া হতে পারে খালের জলেl খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকুলতলা থানা ওসি ও জয়নগরের সিআই সহ বিশাল পুলিশবাহিনীl ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেlসেই সাথে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আর ও পড়ুন কল সেন্টার খুলে অ্যাপের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
উল্লেখ্য, নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার বাড়ি থেকে দূরের খাল থেকে. জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানা এলাকায় নিখোঁজ স্কুল ছাত্রের দেহ উদ্ধার বাড়ি থেকে দূরের খাল থেকে,খুনের সন্দেহ এলাকাবাসীর বাড়ি থেকে বেরিয়ে আর রাতে বাড়ি ফেরেনি বছর এগারোর মীর হোসেন মোল্লা নামের এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রl রাতভর খোঁজাখুঁজি করার পরেও তার খোঁজ মেলেনিlঅবশেষে সেই নাবালকের দেহ মিললো বাড়ি থেকে দূরের একটি খালেl এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়নগর দুই নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকায়lস্থানীয় মনিরতট ৪ নম্বর গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন মোল্লার ১১ বছরের ছেলে মীর হোসেন মোল্লাl
এলাকায় একটি জলসা অনুষ্ঠান দেখার জন্য বেরিয়েছিল বলে মনে করা হচ্ছেl তারপর রাতভর বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি করলেও তার হদিস মেলেনিl অবশেষে বৃহস্পতিবার সকাল হলেই মনিতর ৬ নম্বর এলাকার একটি খালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার লোকজনlএই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়lছাত্রটির হাতে একটি দড়ি থাকায় সন্দেহ দানা বেঁধেছেl