বেশ কিছুদিন ধরেই লোকাল ট্রেন চালু করার দাবিতে বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাছেন সাধারণ মানুষ। সরকারি নির্দেশ অনুযায়ী লোকাল ট্রেন চালানোর অনুমতি নেই। তবে হাওড়া এবং শিয়ালদহ দুই শাখাতেই চলছে স্টাফ স্পেশাল ট্রেন। তবে বেশ কিছুদিন ধরেই এই স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
লোকাল ট্রেন না চললেও স্টাফ স্পেসালে এখন টিকিট কেটে সাধারণ যাত্রীরা অবলীলায় যাতায়াত করছেন। যার ফলে লোকাল ট্রেনের সেই পুরনো ছবি ধরা পড়ছে। স্টাফ স্পেসালে নিত্যযাত্রীদের সংখ্যা এতটাই বেড়েছে যার জেরে নিজেদের কর্মীদের সুরক্ষিত রাখা নিয়ে কপালে ভাঁজ পড়েছে রেলের। এখন প্রশ্ন উঠছে তবে লোকাল ট্রেন না চালিয়ে আর কী হবে?
রেলের পক্ষ থেকেও রাজ্যের কাছে লোকাল ট্রেন চালু করার জন্য আবেদন করা হয়েছে। এই পরিস্থিতিকে সামাল দিতে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তিপক্ষ। পূর্ব রেল সূত্রের খবর অনুযায়ী জুন মাসের তুলনায় জুলাই মাসে হাওড়া এবং শিয়ালদহ শাখায় যাত্রী সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।