
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৮ই সেপ্টেম্বর :স্টুডিওর আড়ালে রমরমিয়ে চলছিল মাদকের কারবার। কিন্তু তাতে বাদ সাধলো পুলিশ। মাদক কারবার ভেঙে অভিযুক্ত কে শ্রীঘরে পাঠালো বাদুড়িয়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ থানা দেয় ওই স্টুডিওতে। গ্রেফতার স্টুডিওর মালিক তথা বিজেপি নেতা আকাশ ঘোষ। স্টুডিওর ভিতরে তল্লাশি চালিয়ে প্রায় দশ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডেইন মিকচার আটক করেছে।



















