নিউটাউন:- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সত্যিকারের উপকার হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দেবাঞ্জন কান্ড থেকে দৃষ্টি সরাতেই এই চমক বলে জানিয়েছেন তিনি। সিবি আই তদন্ত ছাড়া দেবাঞ্জন কান্ডের সত্যি সামনে আসবে না। এই সরকারের তদন্তে কারোর ভরসা নেই।

নির্বাচনের সময় ভুয়ো গাড়ি, বাতি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা হয়েছে অভিযোগ দিলীপ ঘোষের। দেবাঞ্জনের মত আরো অনেকেই তাতে যুক্ত ছিলেন। সঠিক তদন্ত না হলে প্রয়োজনে আদালতে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের।