স্টেট ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, বিপাকে গ্রাহক । স্টেট ব্যাঙ্কের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। জানতে পেরে ব্যাঙ্কের এসে হাজির হন গ্রাহক। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। ব্যাঙ্কের পাস বই আপটুডেট করতে চক্ষু চড়কগাছ গ্রাহকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার রামতারক এলাকায়। জানাজানি হতেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাঙ্কের পাস বই আপটুডেট করতে কার্যত উপচে পড়ে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার রামতারক এলাকায় স্টেট ব্যাঙ্ক গ্রামীণ শাখা রয়েছে।
সেখানেই এলাকার স্থানীয় বাসিন্দারা নিজের গচ্ছিত টাকা জমা রাখতেন। সেই মতন এলাকায় স্থানীয় এক মহিলা জ্যোৎস্না শীট ব্যাঙ্কের ১ লক্ষ ৪৭ হাজারের টাকা রাখেন। আচমকাই বুধবার সকালে বই আপটুডেট করতে এসে দেখে টাকা উধাও। শুধু মাত্র ১৮০০ টাকা রয়েছে। তারপরেই চক্ষুচড়কগাছ হয়ে যায় ওই মহিলা গ্রাহকের।
আর ও পড়ুন লরি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টর চালকের
টাকা কোথায় গেল জানতে চান ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি ওই মহিলাকে। ঘটনা জানাজানি হতেই ব্যাঙ্কের সামনে জড়ো হন কয়েকশো বাসিন্দারা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থল থেকে ছুটে আসে তমলুক থানার পুলিশ। সর্বস্বান্ত গ্রাহক জ্যোৎস্না শীট বলেন ” আমার ব্যাঙ্কে ১ লক্ষ ৪৭ হাজার টাকা ছিল। আজকে দেখেছি মাত্র ১৮০০ টাকা রয়েছে। সব টাকা ব্যাঙ্কের ম্যানেজার নিয়ে নিয়েছে। আমি চাই এই টাকা টা ফিরিয়ে দেওয়া হোক। আমার মাথায় কোনো ছাদ নেই “। যদিও এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।