নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম,৩রা আগস্ট : স্টেয়ারিং এ সংজ্ঞা হারালেন চালক। যাত্রী বোঝাই বাস গিয়ে উল্টে গেলো ধানের জমিতে।
ধূমসাই থেকে ঝাড়গ্রামে আসছিলো বাস টি। যাত্রী দের প্রায় সকলেই কম বেশী আহত হয়েছেন। তার মধ্যে তিন জনের আঘাত গুরুতর। এদের সকল কেই তপসিয়া হাসপাতালে ভর্তী করা হয়েছে। ধূমসাই থেকে গোপীবল্লভপুর পৌছানোর পরই চালক অসুস্থ বোধ করেন। রাস্তার মাঝেই হঠাৎ করে গাড়ি দাড় করিয়ে ঝুঁকে পড়েন স্টেয়ারিং এ। ছুটে আসে কনট্রাকটর, হেলপার। কিছুটা সুস্থ বোধ করার পর আবার গাড়ি চালাতে শুরু করেন। কানপুর এর কাছে একিরকম ভাবে হঠাৎ করে সংঞ্জা হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রন হারিয়ে বাসটি নেমে যায় ধান জমি তে, তার পরই উল্টে যায়। কপাল জোরে বড় দূর্ঘটনা থেকে রক্ষ্যা পায় যাত্রীরা। গুরুতর আহত দের ঝাড়গ্রামে আনা হচ্ছে।
স্টেয়ারিং এ সংজ্ঞা হারালেন চালক। যাত্রী বোঝাই বাস ধানের জমিতে।
স্টেয়ারিং এ সংজ্ঞা হারালেন চালক। যাত্রী বোঝাই বাস ধানের জমিতে।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram