সাকিবপত্মী ফেসবুক স্ট্যাটাসে কাকে আসলে খোঁচা দিলেন ? এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখা টাইগাররা প্রথম ম্যাচেই হেরে বসে দুর্বল স্কটল্যান্ডের কাছে। লমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফর্মেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দুবাই কন্ডিশনে গিয়েই এক অন্য বাংলাদেশকে দেখছে ক্রীড়াপ্রেমীরা।
এদিকে বিশ্বকাপের প্রথম পর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেয়ে সুপার টুয়েলভে যায় মাহমুদউল্লাহর দল। কিন্তু সুপার টুয়েলভে গিয়ে পুরোনো বাংলাদেশকে দেখছে সবাই। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা।
স্বভাবতই এমন পারফরম্যান্স দেখে সমর্থকরা ভীষণ ক্ষিপ্ত। তাদের সেই হতাশা-ক্ষোভ আরও বেড়েছে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের আক্রমণাত্মক আচরণে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কেবল ব্যঙ্গ-বিদ্রুপেরই শিকার হচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ-লিটনরা। সমালোচকদের তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর জোড়া ক্যাচ ফেলা লিটনের সমালোচনা তো করেছেনই, বিসিবি প্রধান কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহকে। সবমিলিয়ে ভীষণ অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটার-সমালোচকরা দাঁড়িয়ে গেছেন মুখোমুখি অবস্থানে। এমতাবস্থায় যেন আগুনে ঘি ঢাললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
এই এ সমালোচানার আগুন আরও উসকে দিলেন সাকিবপত্নী। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাস দেন শিশির। সেখানে তিনি লেখেন, আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি?
সাকিব পত্নী আরও লেখেন, আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি, যখন আমাদের গতি তারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়! ইশ, যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না।
আর ও পড়ুন ৬ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা
সাকিবপত্মী এই ফেসবুক স্ট্যাটাসে সমালোচকদের একহাত নিতে গিয়ে কাকে আসলে আলাদা করে খোঁচা দিলেন বোঝা মুশকিল! তবে ‘গতিতারকা’ আর ‘তথাকথিত সেরা ওপেনিং জুটি’ শব্দগুলো নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
উল্লেখ্য, সাকিবপত্মী ফেসবুক স্ট্যাটাসে কাকে আসলে খোঁচা দিলেন ? এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখা টাইগাররা প্রথম ম্যাচেই হেরে বসে দুর্বল স্কটল্যান্ডের কাছে। লমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফর্মেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে দাপটের সঙ্গে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। দুবাই কন্ডিশনে গিয়েই এক অন্য বাংলাদেশকে দেখছে ক্রীড়াপ্রেমীরা।