স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন বারাসতে

স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন বারাসতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন আয়োজিত হল রবিবার বারাসতের একটি হোটেলে।গোটা রাজ্যজুড়ে কয়েকশো স্ট্যাম্প ভেন্ডার আজ কর্ম হারানো হতাশায় ভুগছেন,তাই এই হেরিটেজ প্রথা যেন সরকার তুলে না দেয়,প্রায় দেড়শো বছরে হেরিটেজ প্রথাকে বাঁচিয়েই যেন দেশ ডিজিটালের দিকে এগিয়ে চলে তার জন্যই আবেদন স্ট্যাম্প ভেন্ডার অ্যাসোসিয়েশনের।

 

বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তিনি যেন তাদের পরিবারের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়ায়।এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা আই এন টি টি ইউ সি র সভাপতি তাপস দাশগুপ্ত।তিনি বলে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার চলছে, স্বৈরাচারী চরম জায়গায় পৌছে গেছে,এই সরকারটা যদি স্ট্যাম্প ভেন্ডারদের পিছনে না লাগে,তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এদের পাশে আছে এবং থাকবে।

আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক

শুধু পশ্চিমবঙ্গে নয় দেশজুড়েই অনলাইন সিস্টেম চালু হয়েছে,এর ফলে এই সকল স্ট্যাম্প ভেন্ডাররা বিপদে পরেছে,সেই কারণেই এই সম্মেলন আয়োজন করা হয়েছে।যারা এই কর্মের সাথে জড়িত তাদের বাবা কাকাদেত আমল থেকে তারা এই কাজ ছাড়া আর কোন কাজ করে না,সেই কারণে স্ট্যাম্প প্রথা বন্ধ করে দেওয়া হলে কয়েকশো পরিবার পথে বসবে,রাজ্য সরকার এইসকল পরিবারের পাশে আছে,তারা যেনো কোনভাবেই বিপদে না পরে তার জন্য মানবদরদী মুখ্যমন্ত্রী সবসময় থাকবে বলে জানান তাপস বাবু।

 

আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top