স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘরজামাই বিরুদ্ধে

স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘরজামাই বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,৪ ঠা সেপ্টেম্বর : জয়নগরে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘরজামাই বিরুদ্ধে l ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ব্যানার্জির চক সরদারপাড়া য় ।মৃত ওই গৃহবধূর নাম নাজমিরা সরদার ।১ বছর ৩ মাস আগে মোবাইল সূত্রে কুলতলী দক্ষিণ দুর্গাপুরের যুবক সিদ্দিকুর রহমান মোল্লা সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং সেই সূত্রে বিয়ে হয় আজমিরার সিদ্দিকুর পেশায় দর্জি কারিগর ছিলো বিয়ের পর নাজিরার বাবা প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের গয়নাগাটি আসবাবপত্র দিয়েছিল তার পরেও ক্রমাগত অত্যাচার লেগেই থাকত নাজিরার ওপর শেষে মাসখানেক আগে বাধ্য হয়ে নাজিরাবাদ তাকে নিয়ে চলে আসেন নিজের ব্যানার্জীর বাড়িতে এরপর কিছুদিন হলো সেখানে সিদ্দিকুর ও এসে থাকতে শুরু করে শ্বশুর বাড়িতে কাজকর্ম করেন না করে এলাকায় ঘুরে বেড়ানো আর নেশা ভান করেই সময় কাটাতো আর শুধু চির কাছে টাকা দাবি করত কিন্তু সেই টাকা দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সেই অশান্তি লেগে থাকত এরইমধ্যে মঙ্গলবার বিকেলের পর এলাকার মানুষ দেখতে পাই যে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে আজমিরা এবং ঘটনা ঘটনার পরপরই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সিদ্দিকুর গ্রামবাসীরা তাকে তাড়া করে ধরে ফেলে এরপর উত্তম-মধ্যম দিয়ে তুলে দেয় জয়নগর থানা পুলিশের হাতে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই ঘটনার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন নাজমির আর বাবা শামসুল হক সরদার ঘটনা তদন্ত করছে জয়নগর থানার পুলিশ l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top