বেঙ্গালুরু: স্ত্রীকে খুন করে তাঁর কাটা মুণ্ডু হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করল এক যুবক। এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম শঙ্কর। আনেকাল এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের মনসা ছিলেন তাঁর স্ত্রী। তাঁদের একটি ছোট কন্যাসন্তানও রয়েছে।
জানা গিয়েছে, স্ত্রীর উপর পরকীয়ার সন্দেহ ছিল শঙ্করের। এই নিয়ে দাম্পত্যে অশান্তি দীর্ঘদিনের। ঘটনার দিন, ৩ জুন কাজের অজুহাতে বাড়ি ছেড়েছিলেন শঙ্কর। স্ত্রীকে জানিয়েছিলেন, পরের দিন সকালে ফিরবেন। কিন্তু সন্দেহবশত তিনি সেদিন রাতেই বাড়ি ফিরে আসেন এবং তাঁদের মধ্যে তুমুল বিবাদ হয়। ওই ঘটনার পরে মনসা বাড়ি ছেড়ে চলে যান।
শুক্রবার মনসা ফের বাড়ি ফিরে আসেন এবং অভিযোগ, তখনই শঙ্করকে কটূক্তি করতে থাকেন। ফের বচসা শুরু হয়। সেই রাতেই স্ত্রীকে মারধর করতে করতে হত্যা করে শঙ্কর। এরপর স্ত্রীর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
শঙ্করের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এমন চরম সিদ্ধান্তে পৌঁছল অভিযুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
