স্ত্রীর গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে , আক্রান্ত গৃহবধূর নাম টুম্পা দাস । অভিযুক্ত স্বামীর নাম পার্থ দাস বাড়ি হাবরা থানার অন্তর্গত নেহেরু বাঘ এলাকায় । ঘটনার সূত্রপাত আজ দুপুর দুটো নাগাদ , স্থানীয়দের অভিযোগ পার্থ দাস সবসময়ই মদ্যপ অবস্থায় থাকে, এবং প্রায় মারধর করত তার স্ত্রীকে ।
আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের
এবং টুম্পা দাস লোকের বাড়ীতে আয়ার কাজ করে । আজ দুপুরে টুম্পা কাজ থেকে বাড়ি ফিরলেই পার্থ দাস তার গায়ের উপর গরম জল ঢেলে দেয় বলে অভিযোগ । স্থানীয়রা উদ্ধার করে তাকে তড়িঘড়ি হাবরা হসপিটালে নিয়ে আসে বর্তমানে সেই আশঙ্কাজনক অবস্থায় হাবরা হসপিটালে চিকিৎসাধীন । তবে প্রতিবেশীরা অভিযুক্ত স্বামী পার্থ দাসের যথাপুযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন ।
উল্লেখ্য, স্ত্রীর গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে , আক্রান্ত গৃহবধূর নাম টুম্পা দাস । অভিযুক্ত স্বামীর নাম পার্থ দাস বাড়ি হাবরা থানার অন্তর্গত নেহেরু বাঘ এলাকায় । ঘটনার সূত্রপাত আজ দুপুর দুটো নাগাদ , স্থানীয়দের অভিযোগ পার্থ দাস সবসময়ই মদ্যপ অবস্থায় থাকে, এবং প্রায় মারধর করত তার স্ত্রীকে । এবং টুম্পা দাস লোকের বাড়ীতে আয়ার কাজ করে ।
আজ দুপুরে টুম্পা কাজ থেকে বাড়ি ফিরলেই পার্থ দাস তার গায়ের উপর গরম জল ঢেলে দেয় বলে অভিযোগ । স্থানীয়রা উদ্ধার করে তাকে তড়িঘড়ি হাবরা হসপিটালে নিয়ে আসে বর্তমানে সেই আশঙ্কাজনক অবস্থায় হাবরা হসপিটালে চিকিৎসাধীন । তবে প্রতিবেশীরা অভিযুক্ত স্বামী পার্থ দাসের যথাপুযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন ।