নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা , ৪ঠা জুন :স্ত্রীর প্রতি সন্দেহ করে দিদির বাড়িতে ঘুরতে নিয়ে এসে গলা টিপে খুন করল স্বামী।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পাথরপ্রতিমা থানার দেবিরচকে। স্থানীয় সূত্রে জানা বছর ৩৫ এর যুবক স্বপন রাউত তার দিদির বাড়ির অনুষ্ঠান উপলক্ষে স্ত্রী সুমি নিয়ে ঘুরতে আসে স্ত্রীর প্রতি তার অনেক দিন ধরে সন্দেহ ছিল। গত কাল অনুষ্ঠান বাড়িতে স্ত্রী অন্যান্নদের সঙ্গে নাচানাচি করছিল বলে জানা যায়। রাত্রি দুটোর সময় স্ত্রীর সঙ্গে ঘুমাতে যায় দোতালায়। সকালে উঠে বাড়ির লোক দেখতে পায় মৃত সুমী ঘরের ধারে পড়ে রয়েছে, চিৎকার চেচামেচি করলে বাড়ির লোকেরা স্বামীর খোঁজ করতে থাকে। তাকে কোথাও দেখতে না পেয়ে চতুর্দিকে লোক খুঁজতে বের হয়। অবশেষে অর্জুন মোড় থেকে তাকে ধরে ফেলে পাবলিক। শুরু হয় গণধোলাই। গণধোলাইয়ে শিকার করে সেটা স্ত্রীকে খুন করেছে গলাটিপে। বর্তমানে পাথরপ্রতিমা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জেরা শুরু করেছে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হচ্ছে উল্লেখ করে তার তিনটি সন্তান বর্তমান।
স্ত্রীর প্রতি সন্দেহ করে গলা টিপে খুন করল স্বামী
স্ত্রীর প্রতি সন্দেহ করে গলা টিপে খুন করল স্বামী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram