নিজস্ব সংবাদদাতা,দঃ২৪ পরগনা,৯ ই আগস্ট : স্ত্রীর মুখে অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী গ্রেফতার
স্ত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনায় সুচিত্রা নস্কর(গাজী) নামে ঐ গৃহবধূর মুখের অর্ধেক অংশ পুড়ে গিয়েছে। গত সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার মদারাট এলাকায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী সইদুল গাজী পালিয়ে গেলেও, বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
অন্যদিকে ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসার পর অবশেষে বৃহস্পতিবার খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুচিত্রা। তবে এখনো দগদগে রয়েছে তার মুখের পুড়ে যাওয়া অর্ধেক অংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি চোখ।